Header Ads

Header ADS

স্টাইফেন্ড

 



আমরা বিশ্বাস করি প্রতিটি শিক্ষার্থীর মধ্যে অপার সম্ভাবনা লুকিয়ে আছে। সুযোগের অভাবে অনেকেই নিজেকে প্রকাশ করতে পারেনা। নিন্ম আয়ের পরিবার থেকে আসা একজন শিক্ষার্থী সবচেয়ে বেশি যে সমস্যায় পরে তা হলো টাকার সমস্যা। আমরা এমনও শিক্ষার্থীর কথা জানি যে দিনে মাত্র একবেলা খেতে পারে, কখনো কখনো তাও সম্ভব হয়না। এভাবে জীবন যাপন করা শিক্ষার্থীর পক্ষে পড়াশোনায় মনযোগ দেওয়া সম্ভব না। এ অবস্থা থেকে উত্তরণ প্রয়োজন। বাংলাদেশে বহু শিক্ষানুরাগী আছেন যারা শিক্ষার জন্য ব্যয় করতে চান। আমরা আপনাদের আহ্বান করছি শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য।

আমাদের স্টাইফেন্ড প্রোগ্রামটি শতভাগ স্বচ্ছতার সাথে জনাব সাদিক হাসান শুভ (সহকারী অধ্যাপক, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) এর সরাসরি তত্ত্ববধানে পরিচালিত হয়। স্টাইফেন্ড বাবদ যে অনুদান আসে তা শতভাগ শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে প্রদান করা হয়। এই টাকা আর অন্য কোন খাতে খরচ করা হয়না।  

অনুদানের প্রতিটি টাকা কোথা থেকে আসলো এবং কোথায় খরচ হলো তার স্পষ্ট তথ্য আমাদের ওয়েব সাইটের এই পেজেই (নিচের দিকে) প্রদান করা হয়। অর্থাৎ শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়। 

আমাদের আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠানো যেতে পারে এমন কোন কাজ আমরা করব না। তাই আপনি নিশ্চিন্তে আপনার অনুদান বা যাকাত আমাদের কাছে পাঠাতে পারেন।


স্টাইফেন্ডের জন্য অনুদান পাঠানঃ

বিকাশঃ 01857570376 (পার্সোনাল) 

ব্যাংকঃ 

1.             A/C No. 3328201000592

A/C Name: SADIK HASAN SHUVO

SONALI BANK LIMITED, JATIYO KABI KAZI NAZRUL ISLAM UNIVERSITY BRANCH, TRISHAL, MYMENSINGH.

 Routing Number: 200610140


 2.                 A/C No. 20503450201715904

A/C Name: SYNTHIA ISLAM

ISLAMI BANK BANGLADESH LIMITED, TRISHAL, MYMENSINGH

SWIFT Code: IBBLBDDH

Routing Number: 125612357

অনুদান পাঠিয়ে দয়া করে এই লিংকে গুগল ফর্ম পূরণ করুন।  

 


বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

ইমেইলঃ info@iqeb.org, iqeb.org@gmail.com 

সাদিক হাসান শুভ, ফোনঃ +8801857570376 (WhatsApp)

কাউছার আহমেদ কনক, ফোনঃ +8801722824452

মাহমুদুল হাসান মুকিত, ফোনঃ +88013086223225



এক নজরে স্টাইফেন্ড বিষয়ক তথ্য 

দাতা: শিক্ষার্থীশিক্ষক বা অন্য কোনো ব্যক্তি।

অনুদানের শর্ত: কোন শর্ত সংযুক্ত নয়।

অনুদানের ধরন: যাকাতকর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR), ব্যক্তিগত দান।

ব্যয়ের ধরন: শুধুমাত্র উপবৃত্তি।

স্থানান্তরের মাধ্যম: হাতে নগদ।

শিক্ষার্থীর ধরন: যারা আর্থিক অসুবিধার সম্মুখীন এবং তাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে অক্ষম।

শিক্ষার্থী নির্বাচনঃ অনলাইন আবেদন পত্রে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য নেওয়া হয়। প্রদত্ত তথ্যের বিষয়ে আমাদের টিম গভীরভাবে তদন্ত করে। যদি সত্য হয় এবং উপযুক্ত মনে হয় তাহলে ঐ শিক্ষার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। 

উপবৃত্তির পরিমাণ: এক বছরের জন্য প্রতি মাসে ১০০০ বা ৫০০ টাকা বা প্রয়োজন অনুযায়ী এককালীন। 

স্থানান্তরের সময়: প্রতি মাসের প্রথম সপ্তাহে অথবা এককালীন। 

উপবৃত্তির ধারাবাহিকতা: তহবিলের উপর নির্ভরশীল।

উপবৃত্তি বাতিল: মিথ্যা তথ্য দেওয়া3.00 এর নিচে CGPA, ধূমপানড্রাগ ব্যবহারবা অন্য কোন অপরাধমূলক কার্যকলাপে জড়িত।

আবেদন ফর্মঃ যেসকল শিক্ষার্থী স্টাইফেন্ড পেতে আগ্রহী তাদের এই লিংকে গিয়ে গুগোল ফর্ম পূরণ করার জন্য অনুরোধ করা হলো।  


অনুদান গ্রহণ এবং বৃত্তি প্রদানের তথ্যঃ 

মাস ও সালঃ জুলাই, ২০২৪

দাতা

পরিমান

 

 গ্রহিতা

 পরিমান

 

 

 

ইয়াকুব

১০০০/-

 

 

 

স্বর্ণা

১০০০/-

 

 

 

যুহী

 ১০০০/-

 অবশিষ্ট ফান্ডঃ  ১৭,৮৬৪/- 

মাস ও সালঃ জুন, ২০২৪

দাতা

পরিমান

 

 গ্রহিতা

 পরিমান

 

 

 

ইয়াকুব  

 ১০০০/-

 

 

 

স্বর্ণা

 ১০০০/-

অবশিষ্ট ফান্ডঃ  ২০,৮৬৪/- 

মাস ও সালঃ মে, ২০২৪

দাতা

পরিমান

 

 গ্রহিতা

 পরিমান

 

 

 

ইয়াকুব  

 ১০০০/-

 

 

 

স্বর্ণা

 ১০০০/-

অবশিষ্ট ফান্ডঃ  ২২,৮৬৪/- 


মাস ও সালঃ এপ্রিল, ২০২৪

দাতা

পরিমান

 

 গ্রহিতা

 পরিমান

Anonymous

২০,০০০/=

 

ইয়াকুব  

 ১০০০/-

 

 

 

স্বর্ণা

 ১০০০/-

অবশিষ্ট ফান্ডঃ  ২৪,৮৬৪/- 

মাস ও সালঃ মার্চ, ২০২৪

দাতা

পরিমান

 

 গ্রহিতা

 পরিমান

Anonymous

১০০০

 

ইয়াকুব

 ১২০০/-

Anonymous

৫০০০

 

স্বর্ণা

 ১০০০/-

Anonymous

৩৪৪

 

অবশিষ্ট ফান্ড

 ৬৮৬৪/-

Ashib Mahmud Shovon

১০০

 

 

 

প্রাপ্তি

৫০

 

 

 

শারমিন

২০

 

 

 

আইয়ুব

৫০

 

 

 

মুকিত

১০০

 

 

 

নাসিম

৫০

 

 

 

ইমতিয়াজ

২০

 

 

 

প্রমি

১০

 

 

 

ফাহমিদা

৫০

 

 

 

মুন

৫০

 

 

 

স্বর্ণা

২০

 

 

 

মেরিন

২০

 

 

 

তুলি

১০

 

 

 

সুপ্ত

৫০

 

 

 

নাজমুল

৫০

 

 

 

লিমন

৫০

 

 

 

অরনি

২০

 

 

 

শান্ত

৫০

 

 

 

কনক

১০০

 

 

 

সাথি

৫০

 

 

 

প্রীতি

৩০

 

 

 

নাকিব

১০০

 

 

 

রিদন্তি

৫০

 

 

 

আফসানা

১০

 

 

 

জয়ন্ত

২০

 

 

 

নিতু

৫০

 

 

 

আবু বকর

৫০

 

 

 

পার্থিব

৪০

 

 

 

শর্মিষ্ঠা

৫০

 

 

 

শাফিয়া বিনতে শফিক

২০

 

 

 

রেজাউনা করিম লিমা

৫০

 

 

 

গালিব হাসান তুম্মু

২০

 

 

 

ফুজাইফা আক্তান প্রাণা

২০

 

 

 

স্বাধীনা আক্তার

২০

 

 

 

মঞ্জিলা খানম

২০

 

 

 

হিজবুন নাহার

২০

 

 

 

মোঃ ইসমাইল

২০

 

 

 

ইসরাত জাহান তরফদার

৫০

 

 

 

মুনিয়া জাহান রিমি

২০

 

 

 

মাহিন ইসলাম

২০

 

 

 

লিমা খান

২০

 

 

 

সৌমিতা কবির সারজা

২০

 

 

 

উম্মে মারিয়া

২০

 

 

 

মেহনাজ জেরিন

৫০

 

 

 

রুবায়েল ইয়সিন

৭৫

 

 

 

নুসরাত জাহান

২০

 

 

 

মোঃ ফাহিম আহমেদ

১০০

 

 

 

সুবর্ণা আক্তার সুচি

৫০

 

 

 

নুবাইয়া ঠঅকুর অর্থী

১০০

 

 

 

গালিব হাসান

৫০

 

 

 

মার্জিয়া তাবাস্সুম

১০০

 

 

 

মুসাদ্দিক আহমেদ

১০

 

 

 

মেহেদি হাসান

২০

 

 

 

আবু বকর সিদ্দিক

২০

 

 

 

ফুজাইফা তাবাস্সুম

১০০

 

 

 

ইসমাইল হোসাইন

১৫

 

 

 

শাম্মি আক্তার

১০০

 

 

 

ইয়াকুব আলি

২০

 

 

 

তালহা

৫০

 

 

 

আহসানুল কবির আশিক

১০

 

 

 

বৃষ্টি রানি বিশ্বাস

২০

 

 

 

দেওয়ান সাকিব

১০০

 

 

 

 প্রাপ্তি 

৫০

 

 

 

 মোট

৯০৬৪/-

 

 

 

No comments

Powered by Blogger.