Header Ads

Header ADS

মহানবীর (সা.)দৃষ্টিতে ভালো মানুষ কে?/ Who is the best person according to Prophet Muhammad (pbuh)?


 

Author: Sadik Hasan Shuvo

Bilingual: Both Bengali and English versions are available


Bengali Version

কাকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়? আমরা অনেকেই ধরে নিতে পারি যে যারা নামাজ পড়েন, রোজা রাখেন বা ধর্মীয় কাজ করেন তারাই সেরা ব্যক্তি। তবে আশ্চর্যের বিষয় যে, আমাদের নবী মোহাম্মদ (সাঃ) এগুলোর কোনটিকেই ভালো মানুষের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেননি। বিভিন্ন সাহাবীরা প্রায়শই বিভিন্ন সময়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে জিজ্ঞাসা করতেন, "হে আল্লাহর রাসূল, সর্বোত্তম ব্যক্তি কে?" এ ধরনের প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ (সা.) বিভিন্ন সময় নয় ধরনের লোকের কথা বলেছেন যাদেরকে তিনি সর্বোত্তম মনে করতেন। তাঁরা হলেন,    

  • প্রথমত, যারা তাদের কাজ ও কথা দিয়ে অন্য মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করে।
  • দ্বিতীয়ত, যারা সেরা চরিত্রের অধিকারী।
  • তৃতীয়ত, যারা মানবতার জন্য সবচেয়ে বেশি উপকারী।
  • চতুর্থত, যারা তাদের পরিবারের সদস্যদের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করে।
  • পঞ্চম, যারা অন্যদের খাদ্য সরবরাহ করে।
  • ষষ্ঠত, যারা কুরআন শিখে এবং অন্যকে শেখায়।
  • সপ্তম, যারা তাদের সঙ্গী ও প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে।
  • অষ্টম, যারা তাদের নির্ভরশীলদের কাছে ভাল।
  • এবং নবম, যারা অন্যের অধিকার পূরণ করে।

এসকল বৈশিষ্ঠের কোনটি আপনি ধারণ করেন?

আল্লাহ আমাদেরকে সর্বোত্তম মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমীন।

প্রিয় পাঠক, সেকেন্ডারি সোর্স থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। অনিচ্ছাকৃত কোন ভুল থাকলে তার সংশোধনী কমেন্টে জানাতে অনুরোধ করছি।   



English version 

Who is considered the best person? Many of us might assume that those who pray, fast, or perform other acts of religious practice are the best individuals. However, it is surprising that our Prophet did not mention any of these traits as characteristics of good people. Different companions would often ask the prophet (Peace Be Upon Him) at various times, "O Messenger of Allah, who is the best person?" In response to such questions, the Prophet (peace be upon him) identified nine types of people he considered the best. These are:

 

  • First, Those who ensure the safety of other Muslims with their actions and words.
  • Second, Those with the best character.
  • Third, Those who are most beneficial to humanity.
  • Fourth, Those who treat their family members the best.
  • Fifth, Those who provide food to others.
  • Sixth, Those who learn the Qur'an and teach it to others.
  • Seventh, Those who are good to their companions and neighbors.
  • Eighth, Those who are good to their dependents.
  • And Ninth, Those who fulfill the rights of others.

Which of these characteristics do you possess?

May Allah bless us to be the best people. Ameen

Dear Reader, This information has been gathered from secondary sources. If you notice any unintentional errors, please inform me of the corrections in the comments section. Thank you.




No comments

Powered by Blogger.