Header Ads

Header ADS

স্টাইফেন্ড প্রদান করবে IQEB

 


আমরা বিশ্বাস করি প্রতিটি শিক্ষার্থীর মধ্যে অপার সম্ভাবনা লুকিয়ে আছে। সুযোগের অভাবে অনেকেই নিজেকে প্রকাশ করতে পারেনা। নিন্ম আয়ের পরিবার থেকে আসা একজন শিক্ষার্থী সবচেয়ে বেশি যে সমস্যায় পরে তা হলো টাকার সমস্যা। আমরা এমনও শিক্ষার্থীর কথা জানি যে দিনে মাত্র একবেলা খেতে পারে, কখনো কখনো তাও সম্ভব হয়না। এভাবে জীবন যাপন করা শিক্ষার্থীর পক্ষে পড়াশোনায় মনযোগ দেওয়া সম্ভব না। এ অবস্থা থেকে উত্তরণ প্রয়োজন। বাংলাদেশে বহু শিক্ষানুরাগী আছেন যারা শিক্ষার জন্য ব্যয় করতে চান। আমরা আপনাদের আহ্বান করছি শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য।

যেসকল শিক্ষার্থী স্টাইফেন্ড পেতে আগ্রহী তাদের এই লিংকে গিয়ে গুগোল ফর্ম পূরণ করার জন্য অনুরোধ করা হলো।

আমাদের স্টাইফেন্ড প্রোগ্রামটি শতভাগ স্বচ্ছতার সাথে জনাব সাদিক হাসান শুভ (সহকারী অধ্যাপক, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) এর সরাসরি তত্ত্ববধানে পরিচালিত হয়। স্টাইফেন্ড বাবদ যে অনুদান আসে তা শতভাগ শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে প্রদান করা হয়। এই টাকা আর অন্য কোন খাতে খরচ করা হয়না। অনুদানের প্রতিটি টাকা কোথা থেকে আসলো এবং কোথায় খরচ হলো তার স্পষ্ট তথ্য আমাদের ওয়েব সাইটে প্রদান করা হয়। অর্থাৎ শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়।

আমাদের আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠানো যেতে পারে এমন কোন কাজ আমরা করব না। তাই আপনি নিশ্চিন্তে আপনার অনুদান বা যাকাত আমাদের কাছে পাঠাতে পারেন।


স্টাইফেন্ডের জন্য অনুদান পাঠানঃ

একাউন্ট নামঃ সাদিক হাসান শুভ

একাউন্ট নাম্বারঃ ৩৩২৮২০১০০০৫৯২,

সোনালী ব্যাংক,  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা, ত্রিশাল, ময়মনসিংহ।

অনুদান পাঠিয়ে ইমেইল করুনঃ info@iqeb.org

 

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

সাদিক হাসান শুভ, ফোনঃ 01857570376

কাউছার আহমেদ কনক, ফোনঃ 01722824452

মাহমুদুল হাসান মুকিত, ফোনঃ 013086223225


No comments

Powered by Blogger.