IQEB-Stipend এর বৃত্তিপ্রদান শুরু
IQEB Press Release.
দুইজন শিক্ষার্থীকে
অনুদান প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু করলো IQEB-Stipend.
প্রায় ৮০ জন আবেদনকারীর
মধ্য হতে সামগ্রিক বিবেচনায় দুই জন শিক্ষার্থী, মোঃ ইয়াকুব আলীকে ১২০০ এবং তাজমিন
আক্তার স্বর্ণাকে ১০০০ টাকা স্টাইফেন্ড প্রদান করা হয়। পর্যাপ্ত ফাণ্ড থাকা শর্তে আগস্ট,
২০২৪ পর্যন্ত তাদের বৃত্তি প্রদান করা হবে।
উল্লেখ্য,
মার্চ, ২০২৪ এ মোট অনুদান পাওয়া গেছে ৩৪৪০ টাকা। এর মধ্যে শিক্ষার্থিরা ২৪৪০ টাকা
এবং নাম প্রকাশে অনিচ্ছুক একজন দাতা ১ হাজার টাকা অনুদান প্রদান করেন।
বাকি আবেদনগুলো
পর্যালোচনা করে ফাণ্ড থাকা সাপেক্ষে আরো শিক্ষার্থীকে অনুদান প্রদান করা হবে।
আজকের বৃত্তি
প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয়
সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষক জনাব সাদিক হাসান শুভ, আফরোজা ইসলাম লিপি, মোঃ
আবু সায়েম, এবং মাহিদুল ইসলাম মাহিম। আরো উপস্থিত ছিলেন IQEB-Stipend এর সক্রিয় ভলান্টিয়ার কাউছার আহমেদ কনক, মাহমুদুল হাসান মুকিত এবং অন্যান্য শিক্ষার্থীরা।
উপস্থিত
সকলে স্টাইফেন্ড কার্যক্রমের উত্তর উত্তর সাফল্য কামনা করেন।
No comments