সুস্থ সমাজ গঠনে ধর্মীয় মূল্যবোধ কেন প্রয়োজন ?
লেখকঃ শাফিয়া বিনতে শফিক, শিক্ষার্থী, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
ধর্ম কী?
ধর্ম হচ্ছে একটি প্রাচীন ও স্থায়ী
সামাজিক প্রতিষ্ঠান যা কতগুলো বিশ্বাস ও অনুশাসন নিয়ে প্রতিষ্ঠিত।
ধর্মীয় মূল্যবোধ কী?
ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে গড়ে উঠা
রীতিনীতি। উদাহরণস্বরূপ সহমর্মিতা ও সত্যবাদিতার কথা বলা যেতে পারে।
সুস্থ সমাজ গঠনে ধর্মীয় মূল্যবোধ
কেন প্রয়োজন??
প্রাচীনকাল থেকেই মানুষ ধর্মকে সকল
কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছে। ধর্ম মানুষকে অকৃত্রিম প্রশান্তি দেয়। সকল ধর্মের রয়েছে
কিছু নিজস্ব মূল্যবোধ। এসবের মধ্যে সাধারণ কিছু মূল্যবোধ যেমন: সত্যবাদিতা, ন্যয়পরায়ণতা,
পরোপকারিতা, ভ্রাতৃত্ববোধ একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়তা করে। এসব মূল্যবোধ
মানুষের মাঝে সহনশীলতার শিক্ষা দেয়।
মানুষ সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায়
এসব ধর্মীয় মূল্যবোধ মেনে চলে ফলে সমাজে বিদ্যমান হত্যা, রাহাজানির মতো ঘটনাগুলো ঘটে না। তাছাড়া
কিছু ধর্মীয় অনুশাসন সমাজে বিদ্যমান অনৈতিক ও গর্হিত কাজ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে থাকে যেমন: বিবাহ। এটি হচ্ছে একজন নারী ও পুরুষের মধ্যে যৌন সম্পর্কের বৈধ
ও নৈতিক প্রতিষ্ঠান। সকল ধর্মেই এর রয়েছে বিশেষ গুরুত্ব যা সামাজিক অনাচার প্রতিরোধে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সকল ধর্মই শান্তি ও সহনশীলতার শিক্ষা
দেয়।
একটি মানবশিশু যখন ধীরে ধীরে বেড়ে
উঠে তখন প্রত্যেক পিতা-মাতার উচিত তাকে ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়া যাতে করে প্রতিটি
শিশুই একটি সুস্থ সমাজ গঠনে সহায়তা করে। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা যদি
ধর্মীয় মূল্যবোধ শিক্ষা পায় তবে পরবর্তী প্রজন্মের মধ্যে তার প্রতিফলন ঘটবে ।
একটি স্টাডিতে দেখা যায় যে, ধর্মীয়
পরিচয় বাংলাদেশে সুখের একটি উল্লেখযোগ্য নির্ধারক(Happiness in Bangladesh: The
Role of Religion and Connectedness..Joe Devine,Timothy Hinks and Arif Naveed).
সম্প্রতি আমাদের সমাজব্যবস্থায় যেসব
বিষাক্ততা বিরাজ করছে তার অধিকাংশই হচ্ছে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের ফসল।
ধর্মীয়, নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজে যৌন হয়রানি, ইভটিজিং,
হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, দুর্নীতি, ঘুষ ও শিশু পাচারের মতো নৃশংস অপরাধগুলোর তীব্রতা
বৃদ্ধি পাচ্ছে।
ব্যক্তিভেদে মতামতের তারতম্য হতেই
পারে যে, শুধু ধর্মীয় মূল্যবোধ সামাজিক অনাচার রোধ করতে পারে না। কিন্তু এসবের অধিকাংশ
অপরাধই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে সংঘটিত হয়ে থাকে।
তাই আমি মনে করি, সুস্থ সমাজ গঠনে
ধর্মীয় মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
পরামর্শ: ব্যক্তিগত জীবনে, সমাজের
প্রতিটি স্তরে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং শিশুদের ছোট থেকেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শিক্ষা দেওয়া উচিত।
No comments